#সিলেট বিভাগ

হবিগঞ্জের নবীগঞ্জে আল্লাহকে কটুক্তি করায় যুবকের কারাদন্ড!

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জে আল্লাহ ও হুজুরদের নিয়ে ফেসবুকে কটুক্তি করার অপরাধে অর্পণ সুত্রধর (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷

মঙ্গলবার (৩০ মার্চ) ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুমাইয়া মোমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত অর্পণ সূত্রধর উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সুত্রধরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্পণ সুত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ পাক ও হুজুরদের নিয়ে আজেবাজে মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এতে এলাকার মুসলমান লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দেও সহায়তায় রাতেই তাকে আটক করে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান- আসামী অপর্ণ সূত্রধর ভ্রাম্যমান আদালতের কাছে অপরাধ স্বীকার করায় তাকে কারাদন্ড দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *