#সিলেট বিভাগ

হবিগঞ্জে টমটমের চাকায় শাড়ি পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে !

এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ :: হবিগঞ্জে চিকিৎসার জন্য এসে টমটমের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত জবেদা বেগম সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শনির আখড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, জবেদা বেগম তার এক আত্মীয়সহ ডাক্তার দেখাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটম ইজিবাইকের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *