সোবানীঘাটে ইয়াবা সহ বিক্রেতা গ্রেফতার।
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ১০০ পিস ইয়াবাসহ আবু মোঃ ফরিদ (২৮) নামের এক মাদক ব্যবসাহীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক ফরিদ মোগলাবাজার থানার বন্দরপুর গ্রামের আব্দুস সোবহান কটাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফরিদ সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সিলেটে খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।





