#সিলেট বিভাগ

সুনামগঞ্জে দুদিন ধরে পেট্রল-অকটেন বিক্রি বন্ধ।

সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জের সবগুলো পাম্পে দুদিন ধরে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মোটরসাইকেল ও গাড়িচালক। জেলার সব উপজেলায় ডিজেল বিক্রি হচ্ছে।

তেল নিতে আসা এক মোটরসাইকেল আরোহী বলেন, মোটরসাইকেল ধাক্কা দিয়ে এক কিলোমিটার হেঁটে পাম্পে আসি। এসে দেখি অকটেন নেই। কি আর করবো গাড়ি নিয়ে বসে আছি।

আরেক মোটরসাইকেলচালক বলেন, গতকাল রাতে পাম্পে এসেছিলাম। অকটেন চাইলে নেই বলে জানায়। পরে গাড়ি পাম্পে রেখে হেঁটে বাসায় ফিরি। সকালে এসে দেখি এখনও তেল বিক্রি হচ্ছে না।

বিক্ষুব্ধ ক্রেতারা বলেন, দেশে এসব কী শুরু হলো। একের পর এক সমস্যা লেগেই আছে। এসব বাজার নিয়ন্ত্রণ করার মতো কী কেউ নেই।

এ বিষয়ে সিনথিয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন ম্যানেজার মো. আলামিন মিয়া বলেন, পাম্পে পর্যাপ্ত তেল নেই। সারাদেশে একই সমস্যা। তেল এলে সমস্যার সমাধান হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *