সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন।
সিলেট প্রতিনিধি :
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারে কমলগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কমলগঞ্জের লাউয়াছড়া বনের একাধিক স্থানে রেল লাইনের উপর গাছ ভেঙে ও উপড়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়। পড়ে রেলকর্মী ও রেলওয়ে শ্রমিক এবং বনকর্মীরা মিলে রেল লাইনের উপর পড়া গাছগুলো কেটে সরিয়ে নিলে রোববার ভোর ৪ টা ১০ মিনিটে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ স্টেশন মাষ্টার কবির হোসেন প্রায় চার ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ঝড়ে কমলগঞ্জের অনেক স্থানে গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।





