সিলেটে ফুল দিয়ে পুলিশ ভেরিফিকেশন
পুলিশ ভেরিফিকেশন নিয়ে সরকারি চাকরির বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের ভীতি দূর করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ। এর অংশ হিসেবে ৩৮তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পাওয়াদের বাড়িতে ফুল নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। পুলিশের ব্যতিক্রমী এমন উদ্যোগে মুগ্ধ চাকরিপ্রাপ্তরা।
সিলেট মেট্রোপলিটন এলাকায় ৩৮তম বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন পাঁচজন। তারা হলেন মোহাম্মদ আবুল হাসনাত সুজন (স্বাস্থ্য), মোহাম্মদ হোসেন (শিক্ষা), চিরঞ্জীব চৌধুরী (রোডস অ্যান্ড হাইওয়ে), শিবরাজ চৌধুরী (প্রশাসন) ও মোহাম্মদ এনামুল হক (শিক্ষা) ।
১৮ আগস্ট মঙ্গলবার ভেরিফিকেশনের জন্য এই পাঁচজনের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী কমিশনার সাহিদুর রহমান। এ সময় তিনি তাদের চাকরি জীবনের সফলতা কামনা করে মিষ্টিমুখও করান।





