#সিলেট বিভাগ

সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ৯১টি যানবাহন আটক।

সিলেট প্রতিনিধি :
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগের ৩য় দিনের বিশেষ অভিযান চালিয়ে মোট ৯১টি যানবাহন আটক ও একই সঙ্গে পরিবহন আইনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৯৬টি মামলা রুজু করেছে।

সোমবার (৩ জানুয়ারি) নগরীর বিভিন্নস্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে এসএমপি’র ট্রাফিক বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।

তিনি আরো জানান, ৫৯টি মোটরসাইকেল, ২৯টি সিএসজি, ৩টি কার, ৩টি পিকআপ এবং ২টি মাইক্রোতে মোট ৯৬টি মামলা দেয়া হয়। এছাড়াও ৪৭টি বাইক, ২১টি সিএনজি, ৩টি কার, ৬টি পিকআপ এবং ১২টি ব্যাটারী চালিত রিক্সাসহ মোট ৯১টি যানবাহন আটক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *