সিলেটে গণধর্ষণের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত !
এম হায়দার চৌধুরী। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) ॥ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক করে তরুণী গণধর্ষণসহ বাংলাদেশে সাম্প্রতিক সকল ধর্ষণের ঘটনার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দাউদনগর বাজারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জের আলোর কাফেলা যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী গণধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা। এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিটি ধর্ষণ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের আহ্বান জানান তাঁরা। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তরা।





