সিলেটে আলাদা বিনিয়োগ জোনের ঘোষণায় আনন্দিত প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী।
সিলেট প্রতিনিধিঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটে আলাদা বিনিয়োগ জোন স্থাপনের প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রবাসীরা আনন্দিত। তারা অনেকেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন সময় সকাল দশটায় জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন খাতে দারুণ সব সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ প্রবাসী ও বিদেশী বিনিয়োগের অপেক্ষায়। উন্নয়ন অগ্রযাত্রায় যারা আামদের অংশীদার হতে চান তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন।
বিনিয়োগকারীদের কোন ধরণের হয়রানি করা যাবে না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ সুতরাং যারা কোন ধরনেরর প্রতিবন্ধকতা সৃষ্ট্রি করবে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সরকার প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। প্রবাসীদের হয়রানী কমাতে বিমানবন্দরে সিসিটিভি লাগানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।





