#সিলেট বিভাগ

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড।

সিলেট প্রতিনিধি :
সিলেট মহানগরের লালদীঘির পারে অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন। গত সোমবার রাত ৩ টার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো মার্কেটটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৩ টার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু, মার্কেটের সরু গলি থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে। এ অবস্থায় সিলেটসহ আশপাশের ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। শেষ পর্যন্ত ১৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ৩, ৪ ও ৫ নং গলির দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার পণ্য তুলেছিলেন। আগুনে সেসব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগের দিন ভয়াবহ এমন ঘটনায় ব্যবসায়ীরা চোখে অন্ধকার দেখছেন। ম্লান হয়ে গেছে তাদের ঈদ আনন্দ। অথচ ২ বছর পর এবার আসায় বুক বেঁধেছিলেন ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের ৩, ৪ ও ৫ নম্বর গলির অসংখ্যা দোকান পুড়ে গেছে। এর মধ্যে প্রায় সব কটিই পোশাকের দোকান। মার্কেটটিতে পাইকারি দরে পোশাক বিক্রি হতো। খুচরা ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে পছন্দের মার্কেট এটি। তাই ঈদে ঠিক আগের এমন ভয়াবহ আগুনে শুধু মার্কেট পুড়েনি, পুড়েছে তাদের হৃদয়ও-এমনটাই বলছেন ব্যবসায়ীরা।
তবে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নেতৃবৃন্দ। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আগুন নেভাতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে পর্যাপ্ত পানি দিয়ে সহায়তা করছেন। তবে রাস্তা সরু থাকায় বেশ বেগ পেতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন সোমবার বেলা ১টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় পররাষ্ট্রমন্ত্রী সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সান্তনা দেন। এছাড়াও দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার জন্য সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *