সিলেট-সুনামগঞ্জে বিজিবি’র ত্রাণ বিতরণ।
সিলেট প্রতিনিধি:
বিজিবি’র অব্যাহত ত্রাণ বিতরণের অংশ হিসাবে এবার সিলেট-সুনাগঞ্জের দূর্গম অঞ্চলে বন্যাদুর্গদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (২৪ জুন) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সোনালীচেলা বিওপি’র দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন, নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাও নামক স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রত্যন্ত ও দূর্গম অঞ্চলে এই ত্রান বিতরণে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বন্যা আক্রান্ত দুস্থ-অসহায় ১০০ টি পরিবারের মধ্যে (৪০০ জনের) ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১ নং বাংলাবাজার ইউনিয়নের লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গিলাতলী নামক স্থানে বন্যার্তদের মাঝে বিজিবি কর্তৃক আরও ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।





