সিলেট সরকারী কলেজ ও মহিলা কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ।
সিলেট সরকারী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জ সরকারী কলেজের বর্তমান উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম। এদিকে সিলেট সরকারী মহিলা কলেজের নতুন অধ্যক্ষ করা হয়েছে কলেজের বর্তমান উপাধ্যক্ষ শামীমা আখতার চৌধুরীকে ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে সিলেট সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজে এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়, বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।





