#সিলেট বিভাগ

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন।

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসিরি এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী জানুয়ারি মাসে সিলেট-ঢাকা চার লেন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে। এই প্রকল্পে এডিবি অর্থায়ন করবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক ভাবেও এদেশের সুনাম সমাদৃত। বিশেষ করে পরিবহন সেবা এক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে। দেশের সর্বত্র বিআরটিসি বাস সার্ভিস প্রসারিত করার ফলে জনগণ সহজে তাদের কাঙ্খিত সেবা গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় পরিবহন মালিক, শ্রমিক সকলকে সেবার মান বৃদ্ধি করতে হবে। একসময় বিআরটিসি বাসের সার্ভিস জনসাধারণ উপেক্ষা করলেও এখন সবাই বিআরটিসিকে গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে।

তিনি বলেন, সীমান্তবর্তী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার আন্তরিক। তিনি ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর হুমায়ুন রশীদ চত্বরস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) সিলেট বাস ডিপোতে “সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ এহছানে এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, যোগাযোগ সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ এহছানে এলাহী বলেন, যাত্রীদের পরিবহনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী সুফল পাবে। যৌক্তিকও স্বল্প ভাড়ায় আরামদায়ক যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। ৬টি দ্বিতল বাসও ৬টি এসি বাস সঠিক দিকনির্দেশনার মাধ্যমে পরিচালিত হলে অর্জিত রাজস্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। উন্নত যাত্রী সেবার প্রতিশ্রুতি নিয়ে রুটটি সুপ্রশিক্ষিত এবং স্মার্ট ‘গাইড’ (সুপারভাইজার) দ্বারা পরিচালিত হবে। “নিশ্চিত নিরাপদ নির্বিঘ্ন যাতায়াত” শ্লোগানে এবং “অটো অডিও বার্তায় বিআরটিসি বাস সার্ভিস” নামে বাসগুলো যাত্রীসেবা প্রদান করবে।

পরে ফিতা কেটে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ এহছানে এলাহীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *