সিলেট মহানগরীর ৬টি স্থানে পশুর হাট বসবে।

সিলেট প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় ৬টি পশুর হাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সিলেট নগরীর ৬টি ছাড়া জেলায় ৩৫টি পশুর হাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।
সিলেট নগরীর ৬টি পশুর হাটর মধ্যে দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা, চৌকিদেখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, মদীনা মার্কেটস্থ নববী মসজিদ সংলগ্ন খালি জায়গা, নতুন টুকের বাজার, মিরাপাড়াস্থ আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা।
বৃহস্পতিবার (৩০ জুন) সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান নগরীর এ ৬টি হাটের কথা নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার (২৯ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসকের হল রুমে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন ও অস্থায়ী পশুর হাট স্থাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেট নগরে ৬টি এবং জেলায় ৩৫টি পশুর হাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাহিরে কোথাও হাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল শাখা সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যোতির্ময় সরকার, র্যাব-৯’র সহকারী পরিচালক সৌমেন মজুমদার, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতু প্রমুখ।