সিলেট চেম্বারের নতুন সভাপতি নর্বাচিত হয়েছেন তাহমিন আহমদ।
সিলেট প্রতিনিধিঃ
টান টান উত্তেজনার মধ্যদিয়ে শেষ হয়েছে সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন। সিলেট চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাহমিন আহমদ। সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফালাহ উদ্দীন আলী আহমদ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আতিক হোসেন।
চেম্বারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ গত শনিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেল- সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ১১ জন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।
এই পরিচালকদের ভোটে সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে চেম্বারের সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিলো। কিন্তু প্যানেলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিকেল গড়িয়ে প্রায় মধ্যরাতে এসে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত করা সম্ভব হয়।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে মর্মে একটি ঘোষণা দিয়েছে ইলেকশন কমিশন। তবে সেটি মেনে নেননি সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচালকরা।
এ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান জামিল ও সহসভাপতি প্রার্থী হুমায়ুন আহমদের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে এ পক্ষ রাত ১১টার দিকে নির্বাচন প্রক্রিয়াকে ষড়যন্ত্রমূলক দাবি করে চেম্বার কার্যালয় ত্যাগ করেন।
রাত সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল বলেন- প্রেসিডিয়াম নির্বাচন সুষ্ঠু প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং এতে চেম্বারের সভাপতি হিসেবে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদকে নির্বাচিত করা হয়েছে। আর সিনিয়র সভাপতি হিসেবে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি হিসেবে একই প্যানেলের মো. আতিক হোসেন নির্বাচিত হয়েছেন।





