‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (SDA) গঠন হতে যাচ্ছে
সিলেটবাসীর জন্য একটি আনন্দের সংবাদ। সরকার দেশের অন্যান্য বড় শহরের মতো সিলেট শহরের জন্যও ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (SDA)গঠন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে “সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২০” প্রনয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
কিছু দিন আগে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড:এ কে আব্দুল মোমেন এর উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমীর কনফারেন্স হলে গন পূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব শহীদুল্লাহ খন্দকার প্রস্তাবিত আইনের উপর একটি Power Point Presentation এর আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। অনুষ্ঠানে মাননীয় গন পূর্ত প্রতিমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ , সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ,সিলেটের সুধী সমাজের প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ, পদস্থ কর্মকর্তা গন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনেকেই আইনটির উপর মূল্যবান পরামর্শ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শীঘ্রই জাতীয় সংসদে আইনটি পাস হবে এবং সিলেটের উন্নয়নে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে।





