#সিলেট বিভাগ

শেভরনে কোনো মাইন বিস্ফোরণ ঘটেনি ।

গতকাল ২৯শে মে সিলেটে ৮ বার ভূকম্পন অনুভূত হওয়ার পর। নগর জুড়ে আতংক বিরাজ করছে। এরই মাঝে ৩০শে মে সকাল ৪.৩৫মিনিটে আবার ভূকম্পন অনুভূত হয়। সিলেট শহরের বিভিন্ন এলাকার খবরে জানা যায়, মানুষ ভূমিকম্প আতংকে বেশীর ভাগ সময়ই বাহিরে অবস্থায় করছিলেন। এমন কি রাতের বেলায় অনেক বাসা বাড়িতে মানুষ নির্ঘুম রাত কাটান।

এদিকে ভূমিকম্পের পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন নিউজ মিডিয়ায় খবর রটে যায় যে, এটা ভুমিকম্পন নয় এটা ছিলো তেল ও গ্যাস অনুসন্ধানকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরনের ভুগর্ভস্থ মাইন বিস্ফোরণ। এও খবর বের হয়, মেয়র আরিফ শেভরন কে উনার অফিসে তলব করেছেন। গত দুইদিন ধরে এই ছিলো টক অব দ্যা টাউন।

এই বিষয় নিয়ে ম্যানচেস্টার সমাচার প্রতিনিধি শেভরনের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান। মাইন বিস্ফোরণ জনিত খবরটি সম্পূর্ণ ভুয়া ও গুজব। এ ধরনের কিছুই করা হয় নি। তিনি এও বলেন, ভু গর্ভস্থ মাইন বিস্ফোরণ অত্যন্ত জটিল একটি কাজ। যার জন্যে অনেক নিয়ম ও বিধিমালা অনুসরণ করতে হয়। এ ধরনের গুজবে সিলেটবাসী কে কান না দেওয়ার অনুরুধ করেন।

সিলেট সিটি করপোরেশন ও এ ধরনের সত্যতা উড়িয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *