#সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জের নদীকে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের মানবিক সহায়তা প্রদান !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দু’পা হারানো নয় বছরের শিশু তাজরিন আক্তার নদীর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের প্রবাসিদের সামাজিক সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ট্রাষ্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ৫ লাখ টাকা মানবিক সহায়তা তোলে দেওয়া হয় অসহায় পরিবারটিকে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের বাসিন্দা মোঃ রফিক মিয়ার মেয়ে তাজরিন আক্তার নদী গত ১৫ মে তাঁদের বাড়ির পাশে নির্মানাধীন একটি ভবনের ছাদে খেলতে যায়। ওই ছাদের উপর অরক্ষিত ভাবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় তাজরিন আক্তার। পরে অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে দুটি পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। তাঁর চিকিৎসা ব্যয় বহন করতে যেঁয়ে নিঃস্ব হয়ে পড়ে শিশুটির পরিবার। এ অসহায় পরিবারটির কথা ভেবে এগিয়ে আসেন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের অন্যতম তিন সদস্য যুক্তরাজ্যের কমিউনিটি নেতা হবিগঞ্জ শহরের বাসিন্দা হাবিবুর রহমান রানা, আবদুল কাইউম কায়সার ও শায়েস্তাগঞ্জের নুরপুরের বাসিন্দা এডভোকেট গোলাম মোস্তফা। তাঁরা নদীর জন্য গঠন করেন ৫ লাখ টাকার তহবিল। গতকাল প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে এ অসহায় শিশুটিকে মানবিক সহায়তা দিতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু জাহির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাজ্যের প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট দুটি পা হারানো শিশু তাজরিন আক্তার নদীকে ৫ লাখ টাকা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *