#সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জে সীমিত পরিসরে আশুরা উদযাপিত !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জে সীমিত পরিসরে আজ আশুরা উদযাপিত হচ্ছে। ১০ মুহাররম, পবিত্র আশুরা। সারাদেশে মুসলিম উম্মা যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালন করছেন। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। আরবি হিজরি সন অনুসারে ১০ মহররম কারবালায় হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে। করোনার কারনে প্রতিবছরের ন্যায় এবার সারাদেশে স্বাভাবিক ভাবে পবিত্র আশুরা পালিত হচ্ছেনা। এবার তাজিয়া মিছিলে নেই কোনরকম বাধ্যযন্ত্র, বাঁশি, ঢোল। মিছিলের আগে নেই কারো হাতে লাঠি, দা, কিংবা শাবল। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আশুরা উপলক্ষে ভ্রাম্যমাণ মেলার আয়োজন নেই। এসব আমেজ না থাকলে ও থেমে নেই মানুষের জারি ও ইয়া হাসান, ইয়া হোসাইন বলে খন্ড খন্ড মিছিল। সব অঞ্চলের মানুষ এসে জমায়েত হলে সন্ধার আগে সুরাবই হযরত শাহ কারার ফুল শাহ (রঃ) এর মাজারে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে আশুরা।
এদিকে করোনাকালীন পরিস্থিতিতে এবার আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ । তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে। কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দাঁ, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে, শত শত বছরের ধর্মীয় এই রীতি অত্র এলাকার মানুষদেরকে করোনার ভয়ে তেমন আটকে রাখতে পারছেনা। তবে করোনাকালীন পরিস্থিতিতে আবার অনেকেই ঘরোয়াভাবে কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদার করা হয়েছে। করোনা পরিস্থিতিতে মিছিল মিটিং ও গণজমায়েত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *