শায়েস্তাগঞ্জ পৌরসভার আগামী নির্বাচন সম্ভাব্য প্রার্থী যারা !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে :: আসছে ডিসেম্বরে দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ সম্ভাব্য সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক বিধায় প্রকাশ্যে-সভা সমাবেশ করতে না পরলেও নিরবে চালিয়ে যাচ্ছেন যার-যার প্রচার প্রচারণা। আসন্ন পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক প্রার্থী দেখা গেলেও জাতীয় পার্টি, জামায়াত বা অন্য কোন দলের তেমন কাউকে দেখা যাচ্ছেনা।
শায়েস্তাগঞ্জ পৌর এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের খবর আসার সাথে সাথেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দলীয় মনোনয়ন পেতে তদবীর শুরু করেছেন। তবে দলীর মনোনয়ন না পেলে অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন ধারণাও পাওয়া গেছে।
জানা যায়, আসছে পৌরসভা নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, ছাড়াও জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শিবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ মাসুদুজ্জামান মাসুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি প্যানেল মেয়র রাহেল মিয়া সরদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদারের নাম শুনা যাচ্ছে।
জানা যায়, উল্লেখিত সবাই দলীয় মনোনয়ন চাইবেন।অপরদিকে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আ. স. ম আফজল আলী রুস্তম রয়েছেন। অন্যদিকে নির্দলীয় প্রার্থী হিসেবে মাঠে একাই রয়েছেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংস্কৃতিক কর্মী মোঃ জালাল উদ্দিন রুমি।