শায়েস্তাগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাবের -৯।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
বুধবার (৭ জুন) শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে, মাদক চোরাচালানের উদ্দেশ্যে অসাধু কিছু ব্যক্তির মাধ্যমে এসব মাদক আনা হয়। র্যাব-৯ মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রেখেছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





