শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় ৩১৭জনের করোনা শনাক্ত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৩১৭জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। শনিবার(১০ জুলাই) প্রত্যহিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার শাবির ল্যাবে ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১৭জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৬জন, সুনামগঞ্জের ৬১জন, মৌলভীবাজারের ১৩১জন এবং হবিগঞ্জের ৬৯জন।





