#সিলেট বিভাগ

শপথ নিলেন সিলেটের ৯ ইউপি চেয়ারম্যান।

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলার রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের মো, হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের মো. আব্দুল মনাফ।

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ের মো. ইকবাল হুসেন ইমাদ শপথবাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *