মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায়।
সিলেট প্রতিনিধি : করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২৮ জুন) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় মোবাইল কোর্টে ১৭২ জনকে মোট ১ লাখ ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।





