#সিলেট বিভাগ

মায়ের সাক্ষীতে পুত্রের কারাবাস !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে মায়ের সাক্ষীর ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত মনসুর আহমদ (৪৫) উপজেলার দেওয়ান দিঘীর দক্ষিন পাড় গ্রামের মৃত আরকান আলীর পুত্র। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১২ টায় উপজেলার দেওয়ান দিঘীর দক্ষিন পাড় গ্রামে ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, মাদকাসক্ত মনসুর আহমদ এর মা হাজেরা খাতুনের অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১২ টায় গাঁজাসহ তাকে গ্রেফতার করে। পরে মনসুরের মা এবং তার আপন ভাইয়ের সাক্ষী ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদ রানা অভিযুক্ত মনসুর আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করন।
এ ব্যাপরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মনসুর আহমদের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে। সে ইতোপূর্বেও কয়েকবার মাদকের মামলায় জেলে ছিল। তিনি আরো বলেন হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে বানিয়াচং থানা পুলিশ মাদক, জুয়া ও দাঙ্গাসহ সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে।

 

মায়ের সাক্ষীতে পুত্রের কারাবাস !

The Man behind the Brush….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *