মজুমদারি থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার।
সিলেট প্রতিনিধিঃ
নগরীর মজুমদারির কোনাপাড়া ৩১ নম্বর বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এয়ারপোর্ট থানায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় নিহত দুই বোনের মা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আরো সময়ের প্রয়োজন বলে মনে করেন তিনি। পুলিশ কাউকে আটক না করলেও নিহতদের মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান ওসি।
এদিকে, ময়নাতদন্তের পর মঙ্গলার রাত ১০টার দিকে মজুমদারিতে নিহত দুই বোনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজায় তাদের আত্মীয় স্বজন ছাড়াও এলাকাবাসী অংশ নেন। এ ঘটনায় নিহতদের স্বজন ও পরিচিত মহল এখনো শোকাহত।
মঙ্গলবার ভোরে পুলিশ নগরীর মজুমদারি কোনাপাড়া ৩১ নম্বর বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধার করে। তারা হলেন, মজুমদারি এলাকার মৃত কলিম উল্লার মেয়ে রানী বেগম (৩৮) ও ছোট বোন ফাতেমা বেগম (২৭)। তারা একই পিলারের আলাদা দুটি রডে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন বলে জানায় পুলিশ।





