#সিলেট বিভাগ

মঙ্গলবার থেকে ভ্যাকসিন নিতে পারবেন শাবি’র শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে করোনা টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ২’শ জনকে টিকা দেয়া হবে। তবে কোন টিকা দেয়া হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারেন নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদেরকে সকাল ১০টা থেকে টিকা দেয়া হবে। পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরকেও টিকার আওতায় আনা হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদেরকে টিকা নিবন্ধনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

এদিকে জানা যায়, শিক্ষার্থীদেরকে টিকা দিতে মেডিকেল সেন্টারকে সম্পূর্ণরুপে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে। যারা আগে আসবেন তারা আগে টিকা পাবেন বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *