#সিলেট বিভাগ

পুলিশ কর্মকর্তা স্ত্রীর মামলায় স্টেনোগ্রাফার স্বামী কারাগারে।

পুলিশের এসআই আঁখি’র দায়ের করা যৌতুকের অভিযোগের মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেনের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

পুলিশ কমিশনারের কার্যালয়ের কর্মচারি মোস্তফা রাঙামাটি জেলার এডিসি হিল এলাকার মৃত শাহ সুফি সিরাজুল হক ফকিরের ছেলে। বর্তমানে তিনি নগরীর উপশহরস্থ এফ ব্লকের ৩নং রোডের ৭৭নং বাসার বাসিন্দা।

মামলা সুত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের কার্যালয়ের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত এসএম গোলাম মোস্তফার বিরুদ্ধে তার স্ত্রী এসআই আঁখি বাদি হয়ে ১০ ডিসেম্বর যৌতুক আইনে মামলা করেন। সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেন।

বুধবার গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান আফজাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *