#সিলেট বিভাগ

নূরপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজ পদে পূর্ণবহাল হয়েছেন !

হবিগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া নিজ পদে পূর্ণবহাল হয়েছেন। তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে চেয়ারম্যান পদে পূর্ণ বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন। চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার পক্ষে আদালতে ছিলেন সিনিয়র এডভোকেট আমিনুল ইসলাম। সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে চেয়ারম্যান মুখলিছ মিয়ার দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার সিনিয়র আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম।
জানা যায়, গত ৮ মে ২০২০ নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সরকারি ত্রাণ হিসেবে বিতরণ করার জন্য দেওয়া ২ হাজার কেজি চালের মধ্যে ঘটনাস্থলে পাওয়া যায় ১ হাজার ৭০০ কেজি চাল। অভিযানকালে ৩০০ কেজি চালের হদিস না পাওয়ায় বাকি চাল জব্দ করেন আদালত। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৩ মে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে গত ১৩ জুলাই হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করন চেয়ারম্যান মুখলিস মিয়া। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর ২০ জুলাই জামিনে মুক্ত হয়ে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ শুনানী শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ মঙ্গলবার মুখলিছ মিয়াকে ৭নং নুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহালের আদেশ দেন।
এ বিষয়ে নুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলিছ মিয়া বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ হাইকোর্টের আপিল বিভাগে মিথ্যা প্রমানিত হওয়ায় আমাকে স্ব-পদে বহাল রেখে সকল কার্যক্রম পরিচালনার আদেশ দেওয়া হয়েছে।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *