#সিলেট বিভাগ

নবীগঞ্জে মা-বাবাকে প্রহারের দায়ে পুত্রের কারাবাস !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে মা-বাবাকে প্রহারের দায়ে আমির উল্লাহর কুলাঙ্গার পুত্র মোঃ ফারুক মিয়াকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ১৮ আগস্ট) রাত ৯ টায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেয়া হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পিতা মাতাকে নির্যাতনকারী ওই কুলাঙ্গার পুত্র ফারুককে দন্ডবিধির ৩৫০ ধারা মোতাবেক ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডিত ফারুক মিয়ার তার মা-বাবাকে প্রায়শই শারিরীক ও মানষিক অত্যাচার ও নির্যাতন করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়াসহ দৈহীক নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তার পিতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান ও মেম্বারসহ গ্রামবাসী ও মুরব্বিয়ানের উপস্থিতিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। এক পর্যায়ে অভিযুক্ত ফারুক তার অপরাধ স্বীকার করে। পরে নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবসীকে সর্তক করে বলেন, এ ধরণের অভিযোগ আর কারো বিরুদ্ধে পাওয়া গেলে অনুরূপ সাজা অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *