#সিলেট বিভাগ

দোয়ারাবাজারে আইসক্রিমের বাক্সে মদ !

সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিনব পন্থায় অভিন্ন কৌশলে মদ বহনকালে আলী হোসেন (১৮) নামে এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

(১১ জুন) শুক্রবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল (হাফিজিয়া) মাদ্রাসা সংলগ্ন নরসিংপুর-নোয়ারাই সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় বাইসাইকেলযোগে আইসক্রিম বিক্রির ভান করে অভিনব পন্থায় বক্সের ভেতরে আইসক্রিমের নিচে ছোটবড় ৫৮ বোতল বিদেশি মদ বহন করছিল আলী হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই শরীফ হোসেন ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই সরাজ মিয়া।

দোয়ারাবাজার থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। ‘যুব সমাজ নিরাপদ থাকুক’ এ শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজার থানাকে মাদকমুক্ত রাখতে সকলের তিনি সহযোগিতা চান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *