ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ।
সিলেট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলেট করিডোর সড়ক এবং সিলেট-তামাবিল ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন করবেন আজ।
রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালী এই দুটি মহাসড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
সিলেটবাসীর স্বপ্নের প্রকল্প ঢাকা-সিলেট-৬ লেন মহাসড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য পররাষ্ট্রমন্ত্রী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের প্রতি খুবই আন্তরিক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আরও আগে হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়েছে। তবে এবার কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় এই প্রকল্প এখন আলোর মুখ দেখছে।
ঢাকা-সিলেট ৬ লেন হবে এক্সপ্রেসওয়ে। ২০৯ কিলোমিটার মহাসড়কে আটটি ফ্লাইওভার, ২২টি ওভারপাস, পাঁচটি রেলওভারপাস, ৬৯টি ব্রিজ, ১০টি আন্ডারপাস, তিনটি ইন্টারচেঞ্জ, ২৯টি ফুটওভার ব্রিজ হবে।





