ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কার্যক্রম অচিরেই শুরু হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী।
সিলেটের উন্নয়নে বর্তমান সরকার বরাবরই আন্তরিক।সিলেটবাসীর বহু আকাঙ্খিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। এছাড়াও সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর পুর্ণাঙ্গ আন্তর্জাতিক রুপে রুপান্তরের কাজও অতি দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
জালালাবাদ এসোসিয়েশন,ঢাকার বিশেষ সাধারণ সভায় প্রধান অথিতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়গুলো উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিনের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনলাইন সফটওয়্যার ZOOM এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।সভার শুরুতে সংযুক্ত সকল সদস্যকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ- সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও এসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট
জসীম উদ্দিন আহমেদ।
সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারপারসন জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আব্দুল মালিক, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. শায়লা খাতুন, এর্টনী জেনারেল এ এমর আমীন উদ্দিন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি, সাবেক সভাপতি সি এম তোফায়েল সামী, সিএম দিলওয়ার রানা, সাবেক আইজিপি মুদাব্বির হোসেন চৌধুরী, ড.ওবায়দুর রব, এনআরবি সেন্টারের চেয়ারম্যান শেকিল চৌধুরী, সহ-সভাপতি জালাল আহমদ, নেছার আলম মুকুল, ড.শাহ ইমরান,ক্যাপ্টেন মিজান চৌধুরী,কাপ্তান হোসেন প্রমূখ।





