#সিলেট বিভাগ

জগন্নাথপুরে কৃষকের টাকায় নির্মিত হচ্ছে সড়ক।

সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ধান তুলতে কৃষকরা নিজেদের টাকায় একটি সড়কের পাকাকরণ কাজ চালিয়ে যাচ্ছেন। গত ৬ বছর ধরে তারা সড়কের কিছু কিছু অংশ পাকাকরণ করে গেলেও সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার নলুয়ার হাওরের একাংশের ধান ঘরে তুলতে জগন্নাথপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকা থেকে নলুয়ার হাওরের হরতাজপুর পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলজিইডি দপ্তরে বার বার যোগাযোগ করে কোন সুফল না পেয়ে ২০১৭ সাল থেকে কৃষকরা তাদের নিজেদের অর্থায়নে সড়ক পাকাকরণ কাজ শুরু করেন। গত ছয় বছর ধরে তারা কিছু কিছু অংশ করে কাজ চালিয়ে যাচ্ছেন।

চলতি বছর ৭ লাখ টাকা ব্যয়ে ৬০০ ফুট সড়ক পাকা করণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছেন। হাওর বাঁচাও আন্দোলন নেতা জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে হাওরের ফসল উত্তোলনের জন্য ডুবন্ত সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করে প্রতিশ্রুতি ছাড়া কিছু পাইনি। নিরুপায় হয়ে কৃষকরা নিজেদের টাকায় সড়ক নির্মাণ কাজ শুরু করেন ।

জগন্নাথপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছমির আলী বলেন, সড়কটি পৌর এলাকা থেকে শুরু হয়ে কলকলিয়া ইউনিয়নের গড়গাঁও মৌজা পর্যন্ত সীমানা। এ সড়কে পৌরসভার কাজ করার সুযোগ কম। তাই আমরা বার বার এলজিইডির মাধ্যমে ডুবন্ত সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছি।

জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সড়কটি এলজিইডির গেজেট ভুক্ত না থাকায় আমরা সড়কটি গেজেট ভুক্ত করতে মন্ত্রনালয়ে পাঠিয়েছি। গেজেট হলে আমরা প্রকল্প গ্রহণ করব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *