ছাতকে ২শ’ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর খনন কাজ উদ্বোধন।
সিলেট প্রতিনিধি: ছাতকে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সুরমা নদী খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ছাতক সদর ইউনিয়নের বাউসা এলাকায় খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি।
এসময় তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে নদী ভিত্তিক। দেশের ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য সবই নদী কেন্দ্রিক। তাই নদী ও নদীর পানি রক্ষা এবং পানির সুষ্ঠু ব্যবহার করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। দেশের বিভিন্ন এলাকায় নদী ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় অকাল বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্হ হচ্ছে ক্ষেতের ফসল,ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন।
ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহি অফিসার মামুনুর রহমান, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া আনু প্রমুখ।





