ছাতকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।
সিলেট প্রতিনিধিঃ
ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার দিবাগত (১৯ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে ক্ষেতের জমি থেকে রক্তাক্ত অবস্থায় আখলাক মিয়ার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পার্শ্ববর্তী মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় হোছন সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যবসা করতো আখলাক মিয়া।
রোববার রাতে আখলাক দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বুড়াইরগাঁও- বাউভোগলী সড়কের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের কবরস্থান এলাকায় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ক্ষেতের জমিতে লাশ ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
রাস্তায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে রাস্তার অদূরে ক্ষেতের জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রক্তাক্ত লাশের গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।





