#সিলেট বিভাগ

চাষনী পীরের মাজারের বানরদের খাবার দিলেন ওসি।

সিলেট নগরীর আম্বরখানা এলাকার গোয়াইটুলায় হজরত চাষনী পীর (র) এর মাজার কয়েক শত বানরের আবাসস্থল। শতাব্দীর বেশি সময় ধরে এখানকার বানরগুলো মাজারে আসা ভক্ত ও পর্যটকদের দেওয়া খাবারের ওপর নির্ভরশীল।

করোনাভাইরাসের জন্য দেশব্যাপী লকডাউন এবং জনসমাগমে নিষেধাজ্ঞার মধ্যে প্রায় ২ সপ্তাহ ধরে দর্শনার্থীর ভিড় নেই এ মাজারে। আর এতে চরম খাদ্য সংকটে ভুগছে মাজারের বাসিন্দা বানরেরা। এই বিপত্তির সময়ে বানরদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সিলেটের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে তিনি বানরদের জন্য খাবার নিয়ে আসেন নিজ উদ্যোগে। এ সময় ওসি মাইনুল জাকির বলেন, এখানে শত শত বছর ধরেই বানরদের বসবাস আর নগরায়নের কারণে আশপাশের বনভূমি বিলুপ্ত হয়ে যাওয়ায় সারা বছরই খাদ্য সংকটে ভুগছে বানররা। আর চলমান পরিস্থিতিতে তাদের এ সংকট চরমে পৌঁছে গিয়েছিল। এসব বানর এখন পুরোপুরি মানুষের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, মানবজীবন যখন বিপর্যস্ত, তখন চরম খাদ্যাভাবে ভুগছে প্রাণীগুলো। কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এদের খাবার নিশ্চিত করা সম্ভব না। বরং সমাজের সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে একটু করে হলেও এগিয়ে আসতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *