#সিলেট বিভাগ

গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগের উদ্যোগে মরহুম মামুন আহমেদ স্মরণে দোয়া মাহফিলের আয়োজন।

যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মামুন আহমেদ এর রুহের আত্মার মাগফেরাত কামনায় , গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগের উদ্যোগে উনার নিজ গ্রামের বাড়িতে স্নানঘাট ইউনিয়ন চেয়ারম্যান ফৈরদৌস আলমের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোঃ কামাল ও আশরাফুল , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল , উপজেলা ওলামা লীগ এর সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য জনাব মামুন আহমেদ গ্রেটার ম্যানচেস্টারের একজন সুপরিচিত ও সুনামধন্য ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। কোরোনা আক্রান্ত হয়ে মামুন আহমেদের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।মৃত্যু কালে মামুন আহমেদ ২ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।


যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার উদ্যোগে বাংলাদেশে আয়োজিত আজকের দোয়া মাহফিল সম্পর্কে জানতে চেয়ে ম্যানচেস্টারের স্থানীয় যুবলীগ নেতা জনাব সৈয়দ আমিনুর রশিদ খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রিটেনে কোরোনা কালীন বিধিনিষেধ থাকায় আনুষ্ঠানিক ভাবে এ ধরনের কিছু করা সম্ভবপর না হওয়ায়, যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সিদ্ধান্তক্রমে বাংলাদেশে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়। একই সাথে তিনি সবাইকে মরহুম মামুন আহমেদের বিদেহী আত্মার শান্তিকামনায় সকলকে দোয়া করার অনুরুধ করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *