খাদিম নগর থেকে যুবকের লাশ উদ্ধার।
সিলেটের খাদিম নগর এলাকা থেকে নাইম আহমদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
নাইম শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকতেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাইম আহমদ পেশায় থাই মিস্ত্রি। উদ্ধারের পর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





