#সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে নৌ চাঁদাবাজ আটক।

কোম্পানীগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালুবাহী নৌযান থামিয়ে চাঁদাবাজির সময় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) বিকেলে ইছাকলস ইউনিয়নের সুরমা নদীর বাগজুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক মাসুম মারজান ছাতক উপজেলার কালারুকা গ্রামের ইসমাইল আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বাগজুর এলাকায় সুরমা নদীতে চলাচলকারী বালুবাহী বলগেটসহ বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদা আদায় করছিলেন মাসুমসহ পাঁচ যুবক। এ সময় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টহল টিম তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অন্যরা পালাতে সক্ষম হলেও নদীতে ঝাঁপ দেন মাসুম। তাকে ধরতে এসআই সায়েমও নদীতে ঝাঁপ দেন। নদী সাঁতরে তীরে উঠে দৌড় দিলেও আর পালাতে পারেননি মাসুম। তাকে ধরে ফেলেন সায়েম। পরে চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ট্রলারও আটক করে পুলিশ।

উপপরিদর্শক (এসআই) আবু সায়েম চৌধুরী বলেন, আটক মাসুমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে নৌযানে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁরা টাকা না পেলে নৌযানের চালক ও শ্রমিকদের পিটিয়ে আহত করতেন। সোমবার চাঁদাবাজি করার সময় আমরা তাদের ধাওয়া করি। এসময় ট্রলারসহ একজনকে আটক করতে পেরেছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, বর্ষাকালে ধলাই-পিয়াইন ও সুরমা নদীতে শত শত নৌকা বালু পাথর পরিবহন করে। এসময় নদী পথে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যায়।

তিনি বলেন, নদীপথ নিরাপদ রাখতে সার্বক্ষণিক আমাদের টহল টিম রয়েছে। নৌপথে আরও যারা চাঁদাবাজি করছে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *