কোম্পানীগঞ্জ সড়কে ডাকাতদের হাতে যাত্রী আহত।
সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে রাতের আঁধারে রশি টেনে চলন্ত গাড়ি থামিয়ে ডাকাতদল যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। সোমবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় ঘটনাট ঘটেছে।
সংঘবদ্ধ এ ডাকাত দলের ছুরির আঘাতে মুসা ইব্রাহীম উজ্জ্বল নামের এক যাত্রী আহত হয়েছেন। তিনি উপজেলার পুরান মেঘারগাঁও গ্রামের জমির আলীর পুত্র।
গাড়ির অপর চার যাত্রী হলেন- পুরান বালুচর গ্রামের হজরত আলী মাস্টারের ছেলে আরিফুল হক, ঢালারপাড় গ্রামের মজনু মিয়ার পুত্র মালেক আহমদ, রাজনগর গ্রামের হাজী হাবিবুর রহমানের পুত্র রবিউল আউয়াল, হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন।
গাড়ির যাত্রী মুসা ইব্রাহিম উজ্জ্বল জানান, কুমিল্লায় সেনাবাহিনীর একটি নিয়োগ পরীক্ষা শেষে তারা পাঁচজন সোমবার রাতে সিলেটে ফিরেন। পরে আম্বরখানা থেকে সিএনজি অটেরিকশায় করে কোম্পানীগঞ্জ ফিরছিলেন। গাড়িটি ছালিয়া পেট্রোল পাম্পে একবার থামে। চালক তখন জরুরি প্রয়োজন সারবে বলে গাড়ি থেকে নামেন। দশ মিনিট পর গাড়ি স্টার্ট করে খাগাইল এলাকায় পৌঁছুলে চালক হঠাৎই হার্ড ব্রেকিং করে। যাত্রীরা তখন ভয় পেয়ে যান। সামনে তাকিয়ে দেখেন রাস্তায় রশি টানানো। গাড়ি থামলে ৬ সদস্যের ডাকাতদল তাদের ঘিরে ফেলে। ধারালো ছুরি ও রামদা ধরে যাত্রীদের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল সেট ও সাথে থাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ঘটনাটি তারা কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গাড়ির চালককে আটক করলেও পরে ছেড়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।





