কালীঘাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।
আকস্মিক পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সিলেটের পাইকারী বাজার খ্যাত কালীঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে কালীঘাটের হেলাল স্টোরকে ৪ হাজার টাকা, দৌলা স্টোরকে ৫ হাজার টাকা এবং মিনার স্টোরকে আরো ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদেরকে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা এর বেশি দামে বিক্রি করতে বারণ করা হয়। এছাড়াও রসুন, ডাল, আদা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি না করার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে বেশিরভাগ ব্যবসায়ীই পেঁয়াজ ক্রয়ের কোন রশিদ দেখাতে পারেননি। ব্যবসায়ীদের দাবি, তারা কমিশন এজেন্ট হিসেবে পেঁয়াজ বিক্রি করেন এবং পেঁয়াজের বেপারীরা মৌখিকভাবে যে দাম নির্ধারণ করে দেয় তারা সে দামেই পেঁয়াজ বিক্রি করেন। তবে ভোক্তা অধিদপ্তর এ দাবি প্রত্যাখান করে। পাশাপাশি বেপারী ও ব্যবসায়ী উভয়পক্ষকে অবশ্যই ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে বলেও নির্দেশনা প্রদান করে। এসময় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সচেতন করতে প্রচুর লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতি সতর্কতা জারি করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ কর্তৃক পরিচালিত এ অভিযানের সার্বিক সহায়তায় ছিলেন ৭ এপিবিএনের একটি টিম ও সিলেট জেলা ক্যাব । পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এখন থেকে প্রতিদিন খুচরা ও পাইকারী বাজারসমূহে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।





