#সিলেট বিভাগ

কাকলী শপিং সেন্টার থেকে ভেজাল কসমেটিকস উদ্ধার।

নগরীর জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারের কসমেটিকস দোকানগুলোতে বিদেশি বিভিন্ন বব্র্যান্ডের নামে দেশীয় মানহীন ও ভেজাল পণ্য বিক্রি করা হয়।

শিশুদের ব্যবহারের লোসন, জেল, ওলিভয়েল এমনকি নারীদের রূপচর্চায় ব্যবহার্য বিভিন্ন প্রসাধনীতে ভরপুর ছিলো নকল পণ্যে। খবর পেয়ে অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ৬ জানুয়ারী ) দুপুরে অভিযানে নেমে দোকানগুলোতে ভেজাল পণ্যে ছয়লাব দেখতে পায় ভ্রাম্যমান আদালত। এ সময় কয়েকটি দোকান মালিককে নগদ অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় লক্ষাধিক টাকার প্রসাধনী সামগ্রী জব্দ করে তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস। এ সময় অভিযানে সহায়তা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। অভিযান শেষে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস বলেন, নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব কসমেটিক দোকান ভেজাল পণ্য বিক্রি করে আসছিলো।

ঢাকার চকবাজারসহ সিলেটের বিভিন্ন স্থনে এসব পণ্য তৈরি করা হয় যা ব্যবহারকারীদের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে দোকানমালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ভেজাল এসব পণ্য ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *