করোনার উচ্চ ঝুঁকিতে সিলেট জেলা।
দেশের ২৯টি জেলা করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সিলেট জেলা অন্যতম।
তথ্য মতে, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামা’রী, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁসহ আরও বেশি কিছু জেলা রয়েছে এই উচ্চ ঝুঁকির তালিকায়।
সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ মার্চ পর্যন্ত তাদের কাছে থাকা রোগীর মাত্রা এবং সংক্রমণের হারের ভিত্তিতে এই ২৯ জেলাকে পৃথক করেছেন তারা।
উচ্চ ঝুঁকির এসব জেলায় সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, জেলা পর্যায়ে করোনা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা সেই কমিটি ঠিক করবে এবং অধিদপ্তর তা মনিটর করবে।
তবে পুরো দেশেই সংক্রমণ ছড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি শুরুতে নতুন করে সংক্রমণের জেলা ছিল ৬টি, ২০ মার্চ পেলাম ২০টি জেলা এবং ২৪ মার্চ পেলাম ২৯ জেলা। এতে করে বোঝা যায় সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেটে শনাক্ত হয়েছেন আরও ৯৯ জন, যা চলতি বছরের সর্বোচ্চ। নতুন শনাক্ত হওয়া রোগীদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়ালো।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগীর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার ঠিক ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনের শুরুতেই অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, তারা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশ করেছিলেন। সেসব সুপারিশের ভিত্তিতে ইতোমধ্যে সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে।
পরে সংক্রমণের উচ্চ হার, রোগের মাত্রা, রোগীর সংখ্যা বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর দেশের ২৯টি জেলাকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।





