#সিলেট বিভাগ

এবারও শাহী ঈদগাহে জামাত হচ্ছে না।

করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহসহ সিলেটের কোন ঈদগাহেই ঈদুল আযহার জামাত হচ্ছে না।

তবে সিলেট মহানগরের ছোট বড় সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজন করা যাবে।

রোববার (১৮ জুলাই) বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

ঈদুল আযহার জামাত ঈদগাহে আদায়ের বিষয়ে এ বছর কোন নিষেধাজ্ঞা দেয়নি ধর্ম মন্ত্রণালয়। এরপরেও সার্বিক বিবেচনায় ঈদগাহে জামাত আদায় হচ্ছে না।

করোনাভাইরাসের কারণে গত বছরের দুই ঈদ এবং চলতি বছরের ঈদুল ফিতরেও শাহী ঈদগাহসহ সিলেটের কোন ঈদগাহ মাঠে ঈদের নামাজ হয়নি।

এদিকে মেয়র নগরবাসীকে ঈদের জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধও জানিয়েছেন।

তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।’

‘নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।’

সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *