#সিলেট বিভাগ

এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ফজলুল হকের ইন্তেকাল।

দি এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, পুস্তক ব্যবসায়ী কল্যাণ পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানু মিয়া আর নেই। তিনি গতকাল রোববার রাত ৯টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানু মিয়ার পুত্র সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এহছানুল হক তাহের জানান, তার পিতার জানাজা আজ সোমবার বাদ জোহর নগরীর জল্লারপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে হযরত শাহজালাল (রহ.) মাজার কবর স্থানে দাফন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *