ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি।
আজ ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা এর উদ্যোগে স্হানীয় আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সুরমার সম্মানিত সভাপতি রোটারিয়ান কায়েছ আহমদ, স্কুলের ভাইস প্রিন্সিপাল আমির উদ্দিন পাবেল, ইনচার্য মান্না তালুকদার, এক্স ইন্টা: ও রো: পিপি এস রহমান সায়েফ, এক্স ইন্টাঃ পিপি ইমরান আলী, আইপিপি ইন্টাঃ রাতুল চৌধুরী জয়, ইন্টাঃ বিজয় রায়, ক্লাব সভাপতি ইন্টাঃ আজিম আহমদ, ক্লাব সেক্রেটারী ইন্টাঃ মারুফ, সিলেট সাউথ এর সভাপতি ইন্টাঃ সাইফুর রহমান সুহান, ট্রেজারার ইন্টাঃ রুবেল, ইন্টাঃ ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি।






