#সিলেট বিভাগ

আমেরিকায় ফুটবলের তারকা সিলেটের জাকের রহমান।

সিলেট প্রতিনিধিঃ
কাজের সন্ধানে দেশ ছেড়েছিলেন ২০১৭ সালে। কিন্তু ছাড়তে পারেননি ফুটবলের নেশা। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশে গিয়েও চালিয়ে যাচ্ছেন নিজের ফুটবল চর্চা। তিনি সিলেটের জাকের রহমান।

আমেরিকার নিউওয়ার্কের দল ব্রনক্স ইউনাইটেডের হয়ে নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরোকে অনুসরণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ২০১৭ সাল থেকে নিউওয়ার্কের এই দলটির হয়ে এখন পর্যন্ত ৬০টির ওপর ম্যাচ খেলেছেন জাকের।

আমেরিকা অঞ্চলের মধ্যে বাংলাদেশিদের আয়োজিত টুর্নামেন্ট ‘বাংলাদেশ ক্রীড়া পরিষদ আমেরিকা’ তে তার দল লিগ শিরোপা জয় করে। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিছেন সিলেটের জাকের। এ ছাড়া নিউজার্সির সবচেয়ে বড় টুর্নামেন্টে বুলেট এফসির হয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও ১২ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাত হয়েছিলেন।

২৪ বছর বয়সী জাকের রহমানের ইচ্ছা বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর। তিনি বলেন, ‌‌‘আমি আমেরিকায় নিয়মিত ফুটবল খেলে থাকি। এখানে বড় বড় টুর্নামেন্ট আয়োজিত হয়, যা অনেক প্রতিযোগিতামূলক। আমি দেশের ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে, বাংলাদেশের জার্সিতে খেলতে চাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *