#সিলেট বিভাগ

অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হলো সুনামগঞ্জে।

সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সানবাড়ী নৌ-পুলিশের অভিযানে ৭৫০০ বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে সুমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সানবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, একটি চক্র অবৈধ কারেন্ট জাল দিয়ে কৌশলে মা-মাছ ও দেশীয় প্রজাতি মাছ ধ্বংস করছে। এমন খবর পেয়ে সুমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৭হাজার ৫শ’ বর্গ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের সদস্যরা চটকে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *