সে এক রসালো উর্বর ভূমি – আবদুল হাসিব
ভূবন মোহিনী সে এক রসালো উর্বর ভূমি
নিমগ্ন কর্ষণে ভরে যায় বুক তার ফসল সম্ভারে।
বাহু পেশী নয়,
অনুরাগে উজ্জীবিত হৃদয়ের পেশী
প্রয়োজন খুব বেশী আবাদ করতে ভূমি
যদি চায় কৃষকের মন।
জল ঢালতে হয় না,
কর্ষণমগ্ন কৃষক স্পর্শ করতেই ভূমি সিক্ত হতে থাকে;
কৃষক বিভোর হলে
ভূমির বুকে সৃষ্টি হয় কবোষ্ণ জলাশয়
আহ্লাদে জলের তলদেশ থেকে ঢেউ উঠে দুলে দুলে
শীর্ণ তীর থর থর কাঁপে
বিমুগ্ধ সন্তরণে কৃষক গা ভাসায় জলে
আসক্ত কর্মীষ্ট কৃষক নাগর
কাদা-মাটি-জল একাকার করে
বুনে যায় রত্নশ্রেষ্ট বীজ জলাশয় তীরে;
আহাঃ কী নিরুপম প্রসন্ন তৃপ্ত শান্ত ভূমি
সংগোপনে রাখে বীজ, থাকে না প্রকাশে;
ভূমি ও কৃষকের প্রতিক্ষায় কাটে প্রহর
রবিখন্দের পরিপূর্ণ বিকাশে।





